সূরাতুল ইখলাসের বাংলা উচ্চারণ অর্থসহ ফজিলত পড়ুন।

সূরাতুল ইখলাস বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত পড়ুন এখান। কোর আনের ছোট্ট একটি সূরা। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম , আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন।

আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ সূরা শেয়ার করব। সুরাটি হল ঃ সুরাতুল ইখলাস। যে সকল মুসলমান ভাই ও বোনেরা আরবি পড়তে জানেন না। তাদের জন্য আমার এই পোস্ট টি। আপনাদের সুবিধার জন্য খন্ড খন্ড ভাবে সুরাতুল ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ নিম্নে আলোচনা করা হলো।

সূরাতুল ইখলাস বাংলা উচ্চারণ।

আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।

বিসমিল্লাহির রহমানির রহিম।

কুলহু ওয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালীদ।ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।

সূরাতুল ইখলাস বাংলা অর্থ।

(হে মোহাম্মদ) তুমি বলো, তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, এবং কারো থেকে জন্ম নেননি। আল্লাহ সমতুল্য আর কেহ নেই।

সূরাতুল ইখলাসের ফজিলত :

সূরাতুল ইখলাস কোরআনের ছোট্ট একটি সূরা।ছোট হলো এর ফজিলত অনেক বেশি। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস সূরাটি সহিহ ও শুদ্ধভাবে তিন( ৩ বার) তেলাওয়াত করেন। সেই ব্যক্তি কুরআন খতমের সওয়াব পাবে।

সূরা ইখলাছের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।

আমরা জানি সূরা দু ধরনের হয়ে থাকে,(১) মাক্কী সূরা এবং ২) মাদানি সূরা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কায়ে অবস্থান যে সকল সূরা তার ওপর নাযিল হয, সে সকল সূরা গুলোকে মাক্কী সূরা বলা হয়। মদিনায় যে সকল সূরা নাযিল হয়, সেগুলো কে মাদানি সূরা বলা হয়। সুরাতুল ইখলাস মাক্কী সূরা। চার আয়াত বিশিষ্ট এই সূরাটি।

বিশেষ দ্রষ্টব্যঃ

সূরাতুল ইখলাস বাংলা উচ্চারণ সূরাটি অতি গুরুত্বপূর্ণ। এর ফজিলত অনেক বেশি। আপনারা সূরাটি বেশি বেশি আমল করুন। Please any solved this link click here en.wikipedia.org

Leave a Comment